বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষক কারাগারে


প্রকাশ :

রংপুরের প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামী শাহ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৯ মার্চ) দুপুরে রংপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মনতাজ আলী এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি আবুবক্কর সিদ্দিক।

তিনি বলেন, এলাকা বাসীর সহযোগিতায় ধর্ষক আলমকে আটক করে আদালতে তোলাহলে তাকে জেলহাজতে প্রেরণ করেন বিজ্ঞবিচারক। 

উল্লেখ্য,মঙ্গলবার (১৮ মার্চ)মিঠাপুকুর উপজেলার চিতলী পশ্চিম পাড়া গ্রামে প্রাইভেট শেষ করে ওই প্রতিবন্ধী শিক্ষার্থী বাড়ি ফেরার পথে একই গ্রামের শাহ আলম ওরফে আলম তাকে ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটির কান্না শুনে আশেপাশের লোক জন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওইদিন দুপুরে ওই শিক্ষার্থীর বাবা বাদীহয়ে থানায় মামলা করেন। একই দিনরাতে বোরকা পড়ে এলাকা থেকে পালানোর চেষ্টা করলে জনতার হাতে আটক হয় শাহ আলম। এরপর তাকে গণধোলাই দিয়ে রাতে পুলিশে সোপর্দ করা হয়।