বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়ন মধ্য সদস্য সুজন ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সাদেক হোসেন নামে এক ব্যক্তির দোকান থেকে বাকিতে কাপড় নেওয়ার মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই ইউপি সদস্যের।

রোববার ( ১৬ মার্চ) দুপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে ইউপি সদস্য সুজন ইসলাম বলেন,আমি নাকি সাদেক হোসেনের দোকান থেকে কাপড় নিয়েছি! কিন্তু বাস্তবতা হলো, সাদেক হোসেনের কোনো কাপড়ের দোকানই নেই। তাহলে আমি তার কাছ থেকে কীভাবে কাপড় নেব? এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্যই এই ষড়যন্ত্র করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

স্থানীয়রা জানান, সুজন মেম্বার একজন সৎ ও ন্যায়পরায়ণ জনপ্রতিনিধি। একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, সুজন মেম্বার সবসময় সমাজের উন্নয়নে কাজ করেন। তিনি কখনো কাউকে হয়রানি বা হামলা করেননি। বরং তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

তবে অভিযোগকারী সাদেক হোসেন তার দাবিতে অনড়। তিনি বলেন, সুজন মেম্বার আমার দোকান থেকে কাপড় নিয়েছেন, কিন্তু টাকা পরিশোধ করেননি। আমি টাকা চাইতে গেলে উনি আমার লোকজনের ওপর হামলা চালিয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, সত্য উদঘাটিত হয় কি না, নাকি একজন জনপ্রতিনিধি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকবেন!