বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বিচার চেয়ে সনাকের মানববন্ধন ও সমাবেশ


প্রকাশ :

রংপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বিচার চেয়ে রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। রবিবার (১৬ ফব্রুয়ারী) সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজন করে। 

সময় বক্তব্য দেন- সনাকের সদস্য এ্যাডভোকেট এ এএম মুনীব চৌধুরী, দিলরুবা চৌধুরী ও স্বর্ণনারী অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা প্রমুখ। মানববন্ধনে কর্মসূচিতে অংশ গ্রহন করেন, শিক্ষক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজ, জন প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে যেগুলো আইন আছে এগুলো অপরাধ মোকাবেলা করা যথেষ্ট। আইনের অনুশাসন থাকতে হবে। আইন প্রয়োগ থাকতে হবে। আমাদের ঘর থেকে নারী-পুরুষ শিশু কেউই নিরাপদ নয়। সমাজে বিবেকবান মানুষ বেশি করে তৈরি হওযা দরকার। সমাজটা পচনশীল হয়ে গেছে। 

একটি ধর্ষণের কথা উল্লেখ করে বক্তারা বলেন, আমরা দেখেছি ১৪ বছরের শিশু তিন বছরের শিশুকে ধর্ষন করেছে।একটা অসুস্থ পরিবারে আমাদের বাচ্চারা বড় হচ্ছে। এটা সুস্থ করার দায়িত্ব আমাদের সকলের। সবাইকে জাগ্রত হতে হবে। পরিবারকে সুস্থ রাখতে হবে। সুন্দর একটা সমাজ গড়তে হবে।মানববন্ধনে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।