বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে গাঁজা, বিদেশী মদ, ও ফেন্সিডিলসহ ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ :

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ১৩ মার্চ বিকালে র‌্যাব-১৩, সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার কাউনিয়া থানাধীন শহীদবাগ ইউনিয়নের বেইলীব্রীজ বাজারের পশ্চিম পার্শ্বে জনৈক আলেপনুর এর জিনিয়াস টেইলার্স এন্ড ফেব্রিক্স এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে একটি ব্যাটারি চালিত ইজিবাইক হতে বিশেষ কায়দায় রক্ষিত ১৭.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মেহের চিশতী (২৮), পিতা-মোঃ ময়েজ উদ্দিন, সাং-কাশিপুর, ২। মোঃ হাবিল (২৪), ৩। মোঃ কাবিল (২৪), উভয় পিতা-মোঃ আমজাদ হোসেন, সাং-অনন্তপুর ঘুঘুরহাট, ৪। মোঃ মোস্তফা কামাল (১৯), পিতা-আঃ ওয়াজেদ, সাং-অনন্তপুর ঘুঘুরহাট, সর্ব ইউপি-কাশিপুর, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামদের’কে গ্রেফতার করে।

একই তারিখ বিকালে র‌্যাব-১৩, সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের কাকিনা বাজারের সোনালী ব্যাংক কাকিনা বাজার শাখার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আসামিদ্বয়ের ব্যবহৃত ট্রাভেল ব্যাগ হতে  ৬৯ বোতল ফেন্সিডিল এবং ০১ বোতল বিদেশী মদ জব্দসহ মাদক ব্যবসায়ী ১। আবু সায়েম খোকন (২৮), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মোসাঃ আফিকা বেগম, ২। মোঃ রুকু মিয়া (১৯), পিতা-মোঃ নূর নবী ইসলাম, মাতা-মোসাঃ ফিরোজা বেগম, উভয়: সাং-উত্তর বত্রিশ হাজারি, ০৪নং ওয়ার্ড, পোষ্ট: চাপারহাট, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটlদ্বয়’কে গ্রেফতার করে।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি;