শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আইনজীবী সহকারীদের বসার জায়গা বর্ধিতকরণের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশ :

জেলা জজ আদালত লালমনিরহাট এর নিচতলা বারান্দায় ষ্ট্যাম্প ভেন্ডার, বিচারপ্রার্থী মানুষজন ও আইনজীবী সহকারীদের বসার জায়গার মূল নকশা পরিবর্তন করে প্লান বহির্ভূত বারান্দা করে ভবন বর্ধিতকরণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে আইনজীবী ও আইনজীবী সহকারীরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি নজরুল ইসলাম সরকার, সিনিয়র আইনজীবী ফজলুল হক সরকার, আইনজীবী ফিরোজ হায়দার লাবলু, মিজানুর রহমান মিজান, আঞ্জুমান আরা শাপলা প্রমূখ।

বক্তরা বলেন, লালমনিরহাট জেলা জজ আদালতে আড়াই'শ থেকে তিনশত আইনজীবী ও আইনজীবী সহকারীরা কাজ করেন। তাদের বসার একমাত্র জায়গা আদালত ভবনের নিচতলা জায়গা। এখানে বিচারপ্রার্থীরাও বসেন। সেই জায়গার মূল নকশা নষ্ট ও পরিবর্তন করে প্লান বহির্ভূতভাবে বারান্দা করে ভবন বর্ধিতকরণের চেষ্টা করা হচ্ছে। আমরা ওই জায়গায় নষ্ট করতে দেবো না। বারান্দা যেমন আছে তেমনি থাকবে। এসময় বক্তারা দাবী মানা না হলে আইন সেবা কার্যক্রম বন্ধের ঘোষণা দেন।