শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ভুয়া ভোটার বাতিল করে স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে-রংপুরে সহকারী সেক্রেটারী জেনারেল


প্রকাশ :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের ১৬ বছরে তৈরী করা ২ কোটি ভুয়া ভোটার বাতিল করে স্বচ্ছ ও পুর্নাঙ্গ ভোটার তালিকার মাধ্যমে অবিলম্বে স্থানীয় সরকার গুলোর নির্বাচন দিতে হবে। এরপরই সংস্কারের মাধ্যমে জাতীয় নির্বাচন চাই। অতিত অভিজ্ঞতায় দেখা গেছে, কোন দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ এবং স্বচ্ছ ভাবে হয়নি। তিনি সেই সাথে এটিএম আজাহারুল ইসলামের অবিলম্বে মুক্তির  দাবী জানান। 

বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারী)রংপুর নগরীর মডেল কলেজ মিলনায়তনে  জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত উপজেলা-থানা আমীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। সম্মেলনে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার জেলা আমীর ও সেক্রেটারী বৃন্দসহ উপজেলা-থানা আমীরগন উপস্থত ছিলেন।   

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের নিপীড়নে মিথ্যা মামলায় দীর্ঘ সাড়ে ১৩ বছর জেল-জুলুমের শিকার জননেতা এটিএম আজাহারুল ইসলামকে দুঃখজনক ভাবে আজও মুক্তি দেয়া হয়নি। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবের পর ফাঁসীর আসামী সহ বিগত কয়েক মাসে অনেকেই জেল থেকে ছাড়া পেয়েছেন। কিন্ত রহস্যজনক ষড়যন্ত্রে আমাদেরে নেতা কারাগারে ধুঁকছেন।মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় জড়িত তৎকালীন ট্রাইবুনালের সকল বিচারক ও কর্মকর্তাদেরও বিচার এবং শাস্তি দাবী জানান। সেই সাথে অবিলম্বে নির্বাহী আদেশে মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দেয়ার জন্য অর্ন্তবর্তি সরকার প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুসের প্রতি দাবী জানান। 

মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, অবিলম্বে বিগত জুলাই-আগষ্ট বিল্পবের গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে ফাঁসীর দাবী জানান। এ দাবী আমাদের নয়, এ দাবী দেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবী। তিনি বলেন, সরকারের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত সরকারের দোসর যারা হত্যাকান্ডে উস্কে দিয়েছে ও বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে তাদের চিহ্নীত করে বিচার এবং শাস্তি দিতে হবে। একই সাথে বিগত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নজির বিহীন ও ভোটার বিহীন প্রহসনের নির্বাচন গুলোতে যারা তৎকালীন সরকারকে অন্যায়ভাবে সহযোগিতার মাধ্যমে দিনের ভোট রাতে, কখনওবা আগেরদিন বিকেলেই উপজেলায় নির্বাচন অফিসে বসে ভোট চুরি করেছে। প্রশাসনের তাদেরও চিহ্নীত করে বিচার এবং শাস্তির আওতায় আনতে হবে।বিগত সরকারের সময় সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো হয়েছে। এখন কেবল মানুষ পরিবর্তন হয়ে একই চিত্র দেখা যাচ্ছে। এই অবৈধ সিন্ডিকেটকে কঠোর হস্তে দমন করার জন্য সরকারের প্রতি দাবী জানান। সেই সাথে দুনীর্তি ও সন্ত্রাস মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দলমত, ধর্ম-বর্ণ সকলকে এগিয়ে আসার আহবান জানান।