শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা গ্রেফতার


প্রকাশ :

দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। গতকাল (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ঢাকাগামী শাহ আলী বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ লালমনিরহাট ট্রাক, ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত গোলাম রসুলের ছেলে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে জেলা শহরের শাহ আলী ঢাকা বাস কাউন্টারে লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শ্রমিকলীগ নেতা পালানোর চেষ্টা করলে বাস কাউন্টার ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়।

তাকে ঢাকা যাত্রাবাড়ির একটি হত্যা মামলা ও লালমনিরহাটের বিএনপির অস্থায়ী কার্যালয় ভাংচুর মামলায় গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হবে।