হিউম্যানিস্ট মুভমেন্ট (বাংলাদেশ চ্যাপ্টার), কো-অর্ডিনেশন বডির জরুরী সভা গতকাল সোমবার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক শামসুল হক বসুনিয়া। সভায় বক্তব্য রাখেন গেরিলা লিডার হিউম্যানিস্ট এস এম শফিকুল ইসলাম কানু, এ কে এম শামসুদ্দোহা, দিদারুল ইসলাম মামুন, শেখ মোঃ আরীফ, কাওসার আহমেদ, কাজী জিয়া শামস্, মারুফ উল আলম, সাব্রিনা খান তন্দ্রা, চৌধুরী রবিউল হক ও মোঃ কামাল উদ্দিন,সিনিয়র সাংবাদিক রিতা ভৌমিক প্রমূখ
সভায় সদ্য প্রয়াত বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিলেড ডিভিশনের সাবেক বিচারপতি এবং বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার,দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি বিচারপতি আব্দুর রউফ স্যারকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। থার্ড ওয়ার্ল্ড মার্চ ফর পিস এন্ড নন ভায়োলেন্স, ২০২৫ কে সামনে রেখে গত ৩০ অক্টোবর, ২০২৪ হিঊম্যানিস্ট মুভমেন্ট, উত্তরা সেন্টার কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিচারপতি আব্দুর রউফ স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উত্তরার শান্ত-মারিয়াম ইউনির্ভাসিটিতে অনুষ্ঠিত ঐ আন্তর্জাতিক সেমিনারটি ছিলো তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের শেষ সেমিনার।
সভার শুরুতে থার্ড ওয়ার্ল্ড মার্চ ফর পিস এন্ড নন ভায়োলেন্স, ২০২৫ এর উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্য আলোচনায় অংশগ্রহন করেন। এতে থার্ড ওয়ার্ল্ড মার্চ সফল করার জন্য বাংলাদেশ চ্যাপ্টারের তরফ থেকে গৃহীত সকল কর্মকান্ডের জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহন করা হয় এবং এই চেতনার বিকাশ ঘটিয়ে সামনে আরো সুশৃঙ্খল ও সংঘবদ্ধভাবে হিউম্যানিস্ট মুভমেন্ট, বাংলাদেশ চ্যাপ্টারের কর্মকান্ডকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া অদুর ভবিষ্যতে বাংলাদেশে কর্মরত কমিউনিটি’র পাশাপাশি করভারজেন্স অব কালচার এবং হিউম্যানিস্ট পার্টি নিয়ে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
সভায় আন্তর্জাতিক প্রেস এজেন্সি, প্রেসেঞ্জা’র ঢাকা ব্যুরো অফিস খোলার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সিনিয়র সাংবাদিক শেখ মোঃ আরীফ গত ১০ জানুয়ারী, ২০২৫ প্রেসেঞ্জা’র কো-ডাইরেক্টর পিয়া ফেগুয়েরো এবং তাঁর টীমের আন্তর্জাতিক সমন্বয়কদের সাথে অনুষ্ঠিত বাংলাদেশ চ্যাপ্টারের ভার্চুয়াল মিটিংয়ে নেয়া সিদ্ধান্তের বিষয়ে সভাকে অবহিত করেন। সভা থেকে এ ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করে ঢাকায় প্রেসেঞ্জা’র ব্যুরো অফিস খোলার বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভার শেষ দিকে থার্ড ওয়ার্ল্ড মার্চ ফর পিস এন্ড নন ভায়োলেন্সকে অবলম্বন করে বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষ থেকে প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিন ‘হিউম্যান ভয়েস’ নিয়ে বিশদ আলোচনা হয়। থার্ড ওয়ার্ল্ড মার্চ সফল করার ক্ষেত্রে এশিয়ার বিভিন্ন দেশের কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন এবং এই অঞ্চলের শান্তিকামী লোকদের লেখায় সমৃদ্ধ হিউম্যান ভয়েস অনেক সীমাবদ্ধতা সত্বেও সফলভাবে প্রকাশ হওয়ায় এর সাথে সংশ্লিষ্ট সবাইকে এই সভা থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
রাত ৮টায় সভার সভাপতি শামসুল হক বসুনিয়া সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।