বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় হাসপাতালে কুকুরের বসবাস!


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাসপাতালে কুকুরের আনাগোনা বেড়েছে।উপজেলার একমাত্র ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিতরে এমন বেহাল অবস্থা দেখে দিশেহারা সেবা নিতে আসা রোগীরা।

 আজ শনিবার (৮ফেব্রুয়ারি)হাসপাতালের নিচতলায় অবাধে কুকুর চলাফেরা করলেও কারো কোন মাথাব্যথা নেই।হাসপাতাল কর্তৃপক্ষ যেন নির্বিকার।অথচ রোগীদের স্বজনরা বরাবরই বিপাকে পড়েন। দাঁড়িয়ে থাকেন হাসপাতালে বাহিরে। 

সাম্প্রতিক হাসপাতালে সড়েজমিনে গিয়ে দেখা যায়,হাসপাতালটির অভ্যন্তরে কুকুরের উপদ্রব বেড়েছে। রোগীদের জন্য বরাদ্দকৃত বসারস্থানে বসে আছে তিনটি কুকুর।কুকুরের এমন কান্ড দেখে নানা শ্রেণীর মানুষ প্রশ্ন তুলছেন।

 সেবা নিতে আসা মানিক মিয়া বলেন,হাতীবান্ধা উপজেলার একমাত্র হাসপাতালটির ভিতরে অনায়াসে কুকুর ঢুকছে এবং অবাধে চলাফেরা করছে। তবে কারো কোনো মাথাব্যথা নেই।কুকুরগুলো হাসপাতালটির পরিবেশ নষ্ট করছে।

আরো অভিযোগ উঠেছে হাসপাতালটির ভেতরে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর ওয়াডে পরিছন্নতার অভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে।এতে করে অসুস্থ মানুষ হয়ে পড়ছেন আরও অসুস্থ। 

হাতীবান্ধা উপজেলা আবাসিক স্বাস্থ্য অফিসার ডাঃ আনারুল ইসলাম বলেন,বিষয়টি আমার জানা নেই।আমি আপনার মাধ্যমে শুনলাম।এঘটনাটি খুবই দুঃখ জনক!দ্বায়িত্ব অবহেলার কারনে নিরাপত্তাকর্মী বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।