বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এ্যন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার নবনির্মিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মেডিকেল টেকনোলিস্ট পরিষদের আয়োজনে লালমনিরহাট চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি আলাউদ্দিন আল আজাদ। জেলা মেডিকেল টেকনোলিস্ট পরিষদের সভাপতি তাপস চন্দ্রের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ডাঃ ভোলানাথ, এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, মনোয়ারা ক্লিনিকের পরিচালক মজুম আলী প্রমুখ। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, ট্রেডসওয়ার্থ লিমিটেড এর রংপুর বিভাগীয় ম্যানেজার ইমদাদুল হক ও প্রতিনিধি আবু ইউসুফ।
অনুষ্ঠানে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এ্যন্ত ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার নবনির্মিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রায়হানুল ইসলাম শাওন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্লিনিক মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।