বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের গঙ্গাচড়ায় কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার


প্রকাশ :

রংপুরের গঙ্গাচড়ার আরাজি নিয়ামত মৌলভীবাজার এলাকায় একটি পাকা কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাভেল ব্যাগে দু’টি পিস্তল, একটি ম্যাগাজিনউদ্ধার করেছে যৌথ বাহিনী। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে এই সব অস্ত্র উদ্ধার করে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

গঙ্গাচড়া মডেল থানার ভার প্রাপ্ত কর্মকর্তা বলেন, বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩০ বেঙ্গল অধিনায়ক লে. কর্নেল মাসুদের নেতৃত্বে উপজেলার আরাজী নিয়ামত মৌলভীবাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় রাস্তা সংলগ্ন একটি পাকা কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় একটি কালো ট্রাভেল ব্যাগে দু’টি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়।অভিযানে উদ্ধার অস্ত্রগুলো থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে অস্ত্রের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।