জেলা পরিষদ,লালমনিরহাট এর মাধ্যমে এডিপি,রাজস্ব তহবিলের অর্থায়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প, মেধাবী/কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি,অগ্নিকান্ড,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যাক্তি/প্রতিষ্ঠান,দুস্থ ও দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা সেবা,যুব-নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও অন্যান্য আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার
বিকালে লালমনিরহাট জেলা পরিষদ চত্বরে
আর্থিক সাহায্যের চেক বিতরণ করা
হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এ সময় জেলা পরিষদের (ভারপ্রাপ্ত)প্রধান নির্বাহী কর্মকর্তা মো:ফিরোজ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামিদুর রহমান,হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সালামসহ জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।