“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আজ সকাল সাড়ে এগারটায় লালমনিরহাট সরকারি কলেজ এর মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট এবং জেলা প্রশাসন এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী ওরিয়েন্টেশন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে বক্তারা বলেন যে, বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণ করতে হলে সততা ও শুদ্ধাচারের চর্চা করতে হবে। আগে নিজেকে বদলাতে হবে, তবেই দেশ বদলাবে এবং বৈষম্যহীন স্বপ্নের পৃথিবী গড়ে উঠবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা না হলে এ দেশ থেকে দুর্নীতি দমন করা সম্ভব নয়। তাই আগামীর প্রজন্মকে যেমন সততার শিক্ষায় শিক্ষিত হতে হবে তেমনী তরুণ সমাজকেও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলম এর উপস্থাপনায় দুর্নীতিবিরোধী ওরিয়েন্টেশন শেষে সনাক সদস্য স্বপ্না জামান শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে লালমনিরহাট সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মোঃ রাশেদুন্নবী, রসায়ন বিভাগের শিক্ষক আব্দুস সামাদ আজাদ, সনাক সভাপতি ক্যাপ্টেন অব. আজিজুল হক বীর প্রতীক, সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, সদস্য অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায় মন্টুসহ ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।