রংপুরে জুলাই বিপ্লবে আহতদের মাঝে চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আহতদের হাতে চেক তুলে দেন, স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবুসাইম এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত জেলার ১৭২ জনকে এক লাখ টাকা করে এক কোটি ৭২ লাখ টাকা বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীরমাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সারাদেশে অভ্যূত্থানে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহত ও শহীদ পরিবারকে পূর্নবাসন করতে সাধ্যমত কাজ করে এ ফাউন্ডেশন।