শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ইয়াবাসহ র‍্যাবের হাতে দুই ইউপি সদস্য গ্রেফতার


প্রকাশ :

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটে ইয়াবাসহ র‍্যাবের হাতে ৯৮১টি ইয়াবাসহ আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুকদুলালী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও বর্তমান ইউপি সদস্য সমির উদ্দিন (৫১) ও একই এলাকার মৃত আব্দুল গণির ছেলে ও সাবেক ইউপি সদস্য একাধিক মাদক মামলার কুখ্যাত আসামী সাইফুল ইসলাম নান্নু (৪৯)।  

বুধবার (২৯ জানুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে বিভিন্ন ধরনের মাদক রংপুরসহ সারা দেশে পাচার করছে একটি চক্র। এই সংবাদে মঙ্গলবার রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজারে অভিযান চালানো হয়। এ সময় ৯৮১টি ইয়াবাসহ সাইফুল ইসলাম নান্নু ও সমির উদ্দিনকে আটক করে র‍্যাব। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে দুই ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করে র‍্যাব।