শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আজহারীর মাহফিলে কয়েক লাখ মুসল্লীর ইমামতি করেছেন মাওলানা শফিউল আজম


প্রকাশ :

লালমনিরহাটে আজহারীর মাহফিলে আগত কয়েক লাখ মুসল্লীর ইমামতি করলেন হাফেজ মাওলানা মোঃ শফিউল আজম। তিনি শনিবার লালমনিরহাট সোহরাওয়ার্দী মাঠে আয়োজিত আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর  মাহফিল শুরুর আগে পবিত্র যোহরের নামাজে ইমামতি করেন। ইমাম হাফেজ মোঃ শফিউল আজম ইসলামিক স্কলার, লেখক ও গবেষক। তিনি শিক্ষকতার পাশাপাশি কয়েকটি  প্রতিষ্ঠানের পরিচালক এবং রংপুর মহানগর মেইল বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব।

শনিবার দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাট এর আয়োজনে ওই রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত হয় ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল। মাহফিল উপলক্ষে একদিন আগেই সোহরাওয়ার্দী মাঠ সহ ৪টি মাঠ প্রস্তুত রাখা হয়। মাহফিলে আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী-পুরুষ ভীড় জমায়। ৬লক্ষাধিক মুসল্লীর সমাগম ঘটে মাহফিলে। সকাল থেকে  লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এতে শৃংখলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে হিমসিম খেতে হয়। জোহরের নামাজের পর শুরু হয় বয়ান। টানা এক ঘন্টা বয়ান করে সভামঞ্চ ত্যাগ করে আজহারী।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি রংপর বিভাগী সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং জেলা জামাআতের সেক্রেটারী ফিরোজ হায়দার লাবলুর সঞ্চালনা মাহফিলে জেলা জামায়াতের আমীর এ্যাড. আবু তাহের, জেলা যুগ্ম সম্পাদক মমিনুল হক, সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।