বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিবাসী ছাত্র-জনতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রংপুরে প্রতিবাদ সমাবেশ


প্রকাশ :

আদিবাসী ছাত্র-জনতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রংপুরে প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে কর্মসূচীতে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নরডিক মারান্ডি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক অং মারমা, সাংগঠনিক সম্পাদক মথি ত্রিপুরা, এনাম রেমা, মং মারমা, লিজা চাকমা, রিনা মুরমুসহ অন্যরা। 

বক্তারা বলেন, দেশের নাগরিক হিসেবে আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি চায়। দাবী আদায়ে আদিবাসী ছাত্র-জনতা এনসিটিবি ভবন ঘেরাওসহ শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছি।কিন্তু স্টুডেন্টস ফর সভারেন্টি নাম উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠির সন্ত্রাসীরা আন্দোলন কারীদের উপর হামলা চালায়। এতে আদিবাসী ছাত্র-জনতার অনেকে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গণভ্যুত্থান পরবর্তী দেশ থেকে বৈষম্য নিরসনে কাজ করছে সরকার। কিন্তু আদিবাসীদের ক্ষেত্রে বৈষম্য থেকেই গেছে। অবিলম্বে হামলা কারীদের গ্রেফতারসহ উপযুক্ত শাস্তি নিশ্চিত করা না হলে আদিবাসী ছাত্র-জনতা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে প্রতিবাদ সমাবেশে ঘোষণা দেওয়া হয়।