বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


প্রকাশ :

লালমনিরহাট আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী গ্রামের মৃত সরফত আলীর ছেলে আকতার হোসেন অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন ট্রাক্টর যোগে অবৈধভাবে  বিক্রি করার অপরাধে তাকে ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

জানা গেছে , বালুচক্র আকতার হোসেন দীর্ঘদিন থেকে অবৈধভাবে বিভিন্ন যান্ত্রিক ব্যবহার করে বালু উত্তোলন করে আসছে। এছাড়াও এসব বালু অবৈধ ট্রাক্টর দিয়ে পরিবহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। এমন একটি গোপন তথ্য পাওয়ার সাথে,সাথে অভিযান চালাতে  ট্রাক্টরটি পালিয়ে যায়। পরে বালুর মালিক আকতার হোসেনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল  ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা  টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, আততার হোসেন অবৈধ বালু উত্তোলন করে দির্ঘদিন থেকে ব্যবসা করা আসছে এমন তথ্য পেয়ে আমরা অভিযান চালাই। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান উক্ত বালু ব্যবসায়ী এর আগেও অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির দায়ে জরিমানা দিতে হয়েছিল।