বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে জামায়াতে ইসলামী চন্দ্রপুর ইউনিয়ন শাখা কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর চন্দ্রপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন ও সর্বস্তরের মানুষদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী রবিবার বিকালে কালীগঞ্জ উপজেলার চাপারহাটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, অফিস রুমটি ১(এক ) টাকা জামানতে মাসিক ৩ হাজার টাকা ভাড়া হিসেবে ৫ বছরের জন্য চুক্তিনামা সম্পাদন হয়।

উক্ত অনুষ্ঠানে চন্দ্রপুর ইউনিয়ন জামায়াত ইসলামী'র আমির এ.কে.এম শাহ্ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট মোঃ আবু তাহের। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু ,কালীগঞ্জ উপজেলা শাখার আমির মাওঃ মোঃ রুহুল আমিন,ও সেক্রেটারি মাওলানা মো.জয়নুল আবেদীন,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমান। আরোও  উপস্থিত ছিলেন, মো.আসাদুল ইসলাম,মো.আকিমুল ইসলাম তুহিন,মোঃ আলমগীর হোসেন,মাওলানা আঃ হামিদ,মোঃ জাহাঙ্গীর আলম এবং মো.হাসান আলী প্রমূখ।

অনুষ্ঠানে কোরআন পাঠ করেন মাওলানা হাবিবুর রহমান।অফিস উদ্বোধন ও আলোচনা সভা শেষে বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।