বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

টিভিএস ইউরোগ্রিপ টায়ার ও জেএনও গ্রুপের ইঞ্জিন অয়েলের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত


প্রকাশ :

লালমনিরহাটে টিভিএস ইউরোগ্রিপ টায়ার ও জেএনও গ্রুপের ইঞ্জিন অয়েল এর ২দিন ব‍্যাপী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। লালমনিহাট সদরের বড়বাড়ী শিমুলতলায়  মঙ্গলবার ৭ই জানুয়ারি দুপুর ১টায় সাংবাদিক মোঃ বিপুল ইসলাম সঞ্চালনায় রোজামনি এন্ড আল হাসিব এন্টারপ্রাইজের প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে রোজামনি এন্ড আল হাসিব এন্টারপ্রাইজ এর সত‍্যাধিকারী রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিভিএস ইউরোগ্রিপ টায়ারের পক্ষ থেকে এক্সিকিউটিভ অফিসার মোঃ আব্দুর রহমান , মেসাস এইচ এফ এন্টারপ্রাইজে স্বত্বাধিকারী মোঃ হোসেন রহমান। মেলায় মোটরসাইকেলের সব রকমের পার্টস, ও সব ধরনের মোটরসাইকেল অরিজিনাল ইঞ্জিন অয়েল বিশেষ ডিসকাউন্টে অফার পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, টিভিএস ইউরোগ্রিপ টায়ার ক্রয় করলে নগদমূল‍্য থেকে ২০০টাকা ছাড়। টায়ার এর সাথে  পাচ্ছেন টি শার্ট ও ইঞ্জিন অয়েলের সাথে পাচ্ছেন জ‍্যাকেট ফ্রি।