লালমনিরহাটে বুধবার আনন্দ উৎসবে নানা আয়োজনে বড়দিন পালন করেছে জেলার খ্রিষ্ট ধর্মালম্বীরা। দিনটি উপলক্ষে নতুন সাজে মেতে উঠছে শহরের মিশনমোড়ের খ্রিষ্ট ধর্মালম্বী এলাকা।
২৫ ডিসেম্বর সকালে প্রার্থনার শুভ সুচনা করেন, পালক মেরি মল্লিকা সিনহা। পরে প্রার্থনা পরিচালনা করেন, পালক কৈলাশ বর্মন। পরে অনন্দঘন পরিবেশে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়।
লালমনিরহাট চার্চের সাধারণ সম্পাদক জেমস্ আশিষ দাস বলেন, ২৫ ডিসেম্বর সকালেই শুরু হয়েছে বড়দিনের মূল আয়োজন। দেশের সব মানুষ যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারে সে জন্য জেলার কেন্দ্রীয় গির্জায় খিষ্ট ধর্মালম্বীরা বিশেষ প্রার্থনা করবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি জেলার এসপি এসএম রশিদুল হক বলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষরা কোনরকম ভয়ভীতি ছাড়াই তাদের উৎসব পালন করতে পারে এজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জেলার খিষ্ট ধর্মালম্বীদের নিরাপত্তায় যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।
এদিকে খ্রিষ্টীয় মিশনে নানা আয়োজনে বড়দিন উদযাপন করা হয়েছে। মিশন প্রধান রেভারেন্ট তপন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন, কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বক্তব্য দেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম প্রমুখ। পরে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়।