লালমনিরহাটে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এলজিইডি মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। ইত্তেফাক জেলা প্রতিনিধি গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার হাফিজুর রহমান, অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল, চেম্বার অব কমার্সের পরিচালক শাহজাহান আলী প্রামাণিক লাভলু, সমাজকর্মী শামস ই রহমান নুপুর, নিয়াজ আহমেদ রেজা, প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল আলীম, সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সাইয়েদা ইসলাম সুম্মা আকতার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাংবাদিক মৃদুল হাবিব।
এ সময় ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি, জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পত্রিকার এজেন্টসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , অনুষ্ঠানের শুরুতে লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব লালমনিরহাট এর সাবেক সভাপতি মরহুম মোফাখ্খারুল ইসলাম মজনুর ্আত্মার মাগফরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।