রংপুর বিআরটিএ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)দুপুরে দুদকের সহকারী পরিচালক হুসাইন শরীফের নেতৃত্বে এ অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নৈশ্য প্রহরী হাসানুর রহমান ও ঝাড়ুদার দেলোয়ার হোসেনকে আটক করা হয়।এসময় আটক কৃতদের ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলী।
দুদক সূত্রে জানা যায়, যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে আসেন তাদের ইচ্ছাকৃতভাবে ফেইল করে দেয়া হয় এবং পরবর্তীতে দালালের মাধ্যমে ঘুষ নিয়ে তাদেরকে পাশ করিয়ে দেয় বিআরটিএ। এমন অভিযোগের ভিত্তিতে বিআরটিএর কাগজ পত্র পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এরই মধ্যে কাগজ পত্রে কিছু ক্রুটি পাওয়া গেছে এবং এ তদন্ত চলমান রয়েছে বলে জানায় দুদক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলী বলেন, বিআরটিএর দুর্নীতি নিয়ে অনেক অভিযোগ পাওয়া গেছে। তারই প্রেক্ষিতে বিএরটিএ কার্যালয় প্রাঙ্গণে দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তারা নিজেদের দোষ স্বীকার করায় ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।