শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে আমেরিকা প্রবাসীর সংবাদ সম্মেলন


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জে আমেরিকা প্রবাসী রঞ্জিত কুমার মোহন্তকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। তিনি উপজেলার কাকিনা  ইউনিয়নের কাকিনা গ্রামের বাসিন্দা। 

রবিবার,১৫ ডিসেম্বর দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। 

তিনি বলেন, 'আমি একজন আমেরিকা প্রবাসী,আমার ছেলে অসুস্থ থাকায় জরুরী ভিত্তিতে আমেরিকা থেকে গত ৭ ডিসেম্বর বাংলাদেশে আসি এবং ছেলের চিকিৎসার জন্য কয়েকদিন থেকে আমি অনেক ব্যস্ত সময় পার করছি।'

রঞ্জিত বলেন, ' আপনারা জেনে আশ্চর্য হবেন যে গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে আমাকে জড়িয়ে 'হৃদয়ে কালীগঞ্জ' নামে একটি ফেক ফেসবুক আইডি থেকে 'কাকিনায় রঞ্জিত মোহন্তের বাড়ীতে গতরাত ০১.০০ ঘটিকার পর ৭১ সদস্য বিশিষ্ট ইসকনের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারির পর অরাজকতা সৃষ্টির জন্য সদস্যদের মাঝে ২১ লক্ষ টাকা ডোনেট করা হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন বিরূপ মন্তব্য প্রকাশ করা হয় যা আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই ফেক ফেসবুক আইডির কান্ডে আমি পুরোপুরি বিস্মিত, আমাকে নিয়ে যে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হয়েছে তা আদৌ সত্য নয়, আমি এহেন বিভ্রান্তকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

এ ব্যাপারে তিনি এই ফেক ফেসবুক আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন। এসময় ভুক্তভোগীর পরিবার, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।