আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর সকালে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন, র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন শেষে একটি রেলি বের হয়ে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে শেষ হয়। দুর্নীতি দমন কমিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সাধারন সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী,সমন্বয় কমিটির সদস্য সাবেক জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার ডক্টর লুৎফর রহমান প্রমূখ।
দিবসটি উপলক্ষে আজ বিকালে পান্থপথের সেল সেন্টার অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।