শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্টের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে তদন্ত কমিটি গঠন


প্রকাশ :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ মাহাবুবুর রহমানের বিরুদ্ধে রিং বাণিজ্যসহ প্রতারণার মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গঠিত এ কমিটিতে কারা রয়েছে এবং কত কার্যদিবসে প্রতিবেদন দাখিল করবে তা তদন্তের স্বার্থে প্রকাশে অপারগতা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালের পরিচালক  জানান, দ্রুত সময়ের মধ্যে ওই চিকিৎসকের বিরুদ্ধে পাওয়া অভিযোগের তদন্ত সম্পন্ন হবে।তদন্তের স্বার্থে কমিটির সদস্যসহ প্রতিবেদন দাখিলের দিনক্ষণ প্রকাশ না করাই ভালো।

পরিচালক আরো বলেন, দুজন ভুক্তভোগীর দুটি অভিযোগ আমরা পেয়েছি। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি করা হয়েছে।চিকিৎসক দোষী কিনা এবং তদন্ত কমিটির মতামত দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শিগগিরই কমিশনের সভায় অভিযোগ তুলে ধরা হবে। অন্যদিকে ওই চিকিৎসকের বিরুদ্ধে পাওয়া প্রতারণার অভিযোগ তদন্তে কমিটি গঠনে প্রতিনিধি চেয়ে রমেক অধ্যক্ষকে চিঠি দিয়েছে সিভিল সার্জন।

ভুক্তভোগীদের অভিযোগ ও বিভিন্ন সূত্রে জানা যায়, ডা. মাহবুবুর রহমান দীঘদিন ধরে হার্টে সার্জারি করে নিজেই রিং বিক্রি করে স্থাপন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে বিভিন্নভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসাসেবা নিতে এনজিও গ্রাম, সার্জারি, রিং স্থাপনসহ নানান রকম সেবার অন্তরালে প্রতারণার শিকার হচ্ছেন। যা নিয়ে বিভিন্ন সময়েও রোগীরা প্রতিবাদ জানালেও কোনো প্রতিকার মেলেনি।

প্রসঙ্গত, সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগের চিকিৎসাসেবা নিতে এসে প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ডা. মাহাবুবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে আতোয়ার হোসেন ও মশিউর রহমান নামে দুজন ভুক্তভোগী। সেই অভিযোগের কপি দুর্নীতি দমন কমিশন, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি, রমেক হাসপাতাল, রংপুর সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে সরাসরি ও ডাকযোগে পাঠিয়েছেন। দুজন ভুক্তভোগী রোগী দুর্নীতি দমন কমিশন-দুদক ও রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালের পরিচালক  সহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে রিং বাণিজ্যসহ প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।