লালমনিরহাটের আদিতমারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে গোডাউনে সার মজুদ করে রাখার অপরাধে কৃষি ঘরের মালিক মোস্তফা কামালের ৩০ হাজার টাকা জরিমানা ও ৫৭ বস্তা সার জব্দ করেছে । এছাড়া বিসমিল্লাহ সার ঘরের মিজানুর রহমান পলাতক থাকায় তার গোডাউন থেকে একশ এক বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রওজাতুন জান্নাত।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদিতমারী উপজেলার বুড়িরবাজার নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রওজাতুন জান্নাত। এসময় উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, অতিরিক্ত কৃষি অফিসার হুমায়ন কবির, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এম,এম জামান শাহীনসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জানাগেছে, বেশ কিছুদিন থেকে লালমনিরহাট জেলার ৫টি উপজেলার বিভিন্ন জায়গায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্য টিএসপি,পটাশ ও ডিএপি সার বিক্রি করে আসছেন ডিলার ও খুচরা ব্যবসায়ীরা। এছাড়াও অনেকে সার মজুদ করে বাজারে সারের সংকট তৈরি করছেন। ফলে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত ও বাজারে সারের কৃত্রিম সংকট দেখা দেয়। এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে নড়ে চড়ে বসেন প্রশাসন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রওজাতুন জান্নাত ইত্তেফাককে জানান, অবৈধভাবে সার মজুদ করে সারের কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে জরিমানা ও সার জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে।