বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৪ উপলক্ষ্যে বিএনএফ এর ১০টি সহযোগী সংস্থার সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালী নজীর (নতুন জীবন রচি) এয়ারপোর্ট রোড, লালমনিরহাট প্রদক্ষিণ করে। অতঃপর নজীর (নতুন জীবন রচি) এর সভাকক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৪” নামক কেক কেটে আলোচনা সভার শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজীর (নতুন জীবন রচি) সংস্থার নিবার্হী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক সরকার।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানসিকা নির্বাহী পরিচালক এ কে এম শামসুল হক, অগ্রনী মহিষখোচা ফেডারেশন সভাপতি মোঃ মজমুল হক, শাপলা বড়খাতা ফেডারেশন নির্বাহী পরিচালক মোঃ আহাদ আলী, অর্নিবান সারপুকুর ফেডারেশন সভাপতি মোঃ এন্তাজ আলী ,একতা পঞ্চগ্রাম ফেডারেশন সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
সভায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগী সংস্থার কর্মকর্তা ও সদস্যগণ (০৪ জন মহিলা ও ২৫ জন পুরুষ) উপস্থিত ছিলেন।
সহযোগী সংস্থার নির্বাহী প্রধানগন তাদের বক্তব্যে বাংলাদেশের অন্যতম দূর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা ও পূর্নবাসন, অসহায় ও দরিদ্র মানুষের উন্নয়নে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, দারিদ্রমুক্তকরণ কর্মসূচি, শিক্ষা-স্বাস্থ্য, ছিটমহলবাসীদের স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, সুপেয় পানি পানের ব্যবস্থা ও স্বল্পসুদে ঋণ গ্রহন করে আয় বৃদ্ধিতে অংশগ্রহনমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠি এবং পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে জানান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দীর্ঘ দিনের একটি সরকারী প্রতিষ্ঠান। বিএনএফ এর সহযোগী সংস্থা সমূহের মাধ্যমে দারিদ্র বিমোচন এবং উন্নয়নের জন্য কাজ করে আসছে। তিনি আরও বলেন এনজিওরা তাদের কাজের ধরণ পরির্তন করে যুগের চাহিদার সাথে মিল রেখে কাজ করার পরামর্শ প্রদান করেন। লালমনিরহাট জেলায় কর্মরত সহযোগী সংস্থার সদস্যদের পারস্পারিক সম্পর্ক বজায় রাখার জন্য একটি পিকনিক এর আয়োজন করার প্রস্তাব দিলে উপস্থিত সকলে একমত পোষন করেন।
পরিশেষে এনজিও ফাউন্ডেশনের কর্মপরিধি আরও বিস্তার লাভ করুক এবং সহযোগী সংস্থার সংখ্যা আরও বৃদ্ধি হোক এই প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষনা করেন।