রংপুর নগরীর সরবরাহ খুটিতে প্রধান সড়ক, পাড়া, মহল্লাসহ যেখানে-সেখানে টেলিফোন, ইন্টারনেট, কেবল টিভির সংযোগের তারের বোঝা ঝুলছে।ঝুঁকিপূর্ণ বিদ্যুতের সংযোগের সঙ্গে এমন তারের জঞ্জাল থাকায় মাঝেমধ্যে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যাচ্ছে।দুর্ঘটনা রোধে অবিলম্বে সরবরাহ খুটি থেকে তারের জঞ্জাল নামিয়ে মাটির নিচ দিয়ে বসানোর দাবি জানিয়েছেন নগর বাসী।
নগরীতে দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও গত শনিবার গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের বাস বিদ্যুতায়িত হয়ে মাহিনের মৃত্যুতে আতঙ্ক বিরাজ করছে।বিদ্যুতের তারের খুটিতে এসব তারের জঞ্জাল এখন দৃশ্য দূষণ। চলতে-ফিরতে মাথার ওপর ঝুলে থাকা এসব তার নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও কার্যত কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
নগরীর বিভিন্ন সড়কে দেখা যায়, বিদ্যুৎ সরবরাহ খুটিতে ইন্টারনেট, কেবল লাইন ও টেলিফোনের তারের বোঝা ঝুলছে। জাহাজ কম্পানি মোড়, পায়রা চত্বর, সেন্ট্রাল রোড, প্রেস ক্লাব, বেকপট্টি মোড়, পুষ্টির মোড়, সুপার মার্টেক, সিটি বাজার, মেডিক্যাল মোড়, শাপলা এলাকায় এই তারের সংখ্যা খুবই বেশি। বৈদ্যুতিক খুঁটিতে অপরিকল্পিত ভাবে ঝুলিয়ে রাখা ইন্টারনেট সার্ভিস ও ডিশ কেবল অপারেটরদের অসংখ্য কেবল তার। দীর্ঘদিন ধরে বিনা বাধায় ইচ্ছামতো এসব তার ঝুলিয়ে রাখায় সেগুলো এখন নগর বাসীর জঞ্জালে পরিণত হয়েছে।
নগরবাসীর অভিযোগ, মাথার ওপর ঝুলন্ত তার ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।প্রতিনিয়ত ঘটছে অনাকাঙ্খিত দুর্ঘটনা।দীর্ঘদিন ধরে ঝুলতে থাকা এসব তার বড়ই দৃষ্টিকট দৃষ্টিতে পরিনত হয়েছে।দ্রæত সময়ের মধ্যে এসব তার অপসারণে সিটি করর্পোরেশনের উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন অভিজ্ঞ মহল।
জাহাজ কম্পানি মোড়ের ব্যবসায়ী পলাশ বলেন, দীর্ঘদিন ধরে মাথার ওপর তারের জট ঝুলতে দেখছি। মাঝে মধ্যেই বৈদ্যুতিক খুঁটি থেকে তার নিচের দিকে হেলে পড়ে।এতে পথচারীরা আতঙ্কে পড়ছেন।
শাপলা মোড়ের ব্যবসায়ী জুয়েল খান বলেন, নগরীর প্রত্যেকটি বৈদ্যুতিক খুঁটি যেন তারের এই জঞ্জালের ভারে ন্যুজ হয়ে পড়ছে। এই জঞ্জালের কারণে অনেক জায়গায় বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার দেখতে পাওয়া যায় না। মাটির নিচ দিয়ে সব তার সঞ্চালনের ব্যবস্থা করা হলে দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্ত হবে নগরবাসী।
রংপুর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ বলেন, মাঝে মধ্যেই বিভিন্ন এলাকায় তার ছিঁড়ে সড়কের ওপর পড়ে থাকে।তারের জঞ্জাল থেকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নেভায়। বিষয়টি নিয়ে নগরবাসী আতঙ্কে থাকলেও সিটি কর্তৃপক্ষ নির্বিকার।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসুদ আলম বলেন, অপরিকল্পিত ভাবে বিদ্যুৎ সরবরাহের খুটিতে তারের বোঝা ঝোলানো হচ্ছে তাতে বড় ধরনের অগ্নিকান্ডের আশঙ্কা রয়েছে।বৈদ্যুতিক খুঁটি থেকে এ জঞ্জাল দ্রæত সরানো প্রয়োজন।
রংপুর নর্দান ইলেকট্রিক সাপ্লাই কম্পানির (নেসকো) প্রধান প্রকৌশলী আশরাফুল আলম মন্ডল বলেন, ‘ইন্টারনেট সার্ভিস ও ডিশ কেবল থেকে প্রায়ই ছোট খাটো অগ্নিকান্ডের ঘটনা ঘটছে।বড় ধরনের ঘটনা কখন ঘটবে আগাম বলা মুশকিল।বিদ্যুতের লোড বাড়লে তারের জঞ্জাল থেকে শর্ট সার্কিট হয়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে রংপুর সিটি করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমাকে মোবাইল করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।