লালমনিরহাট আদিতমারীতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে বুধবার (২৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের অভিযান চালিয়ে মোটরসাইকেলের চালকদের বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করেন মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।
এসময় মোটরসাকেল চালকদের বৈধ কাগজপত্র,ড্রাইভিং ও হেলমেট না থাকার দায়ে মোট ২ হাজার ৮ শত জরিমানা করেন।
মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, মাদক,জুয়াসহ বিভিন্ন গুরুত্বপুর্ন অপরাধের সকল বিষয়ে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।