গাজীপুরে এইচ আর ওয়ান ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও কারখানা অনিদিস্টকালের জন্য বন্ধ ঘোষণা করার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল নয়টায় মহানগরীর দক্ষিন সালনা পলাশটেক এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয় পরে সকাল সাড়ে দশটায় শিল্প পুলিশ এসে বুঝালে তারা মহাসড়ক ছেড়ে দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। শ্রমিকেরা জানায়, ৩ মাসের বকেয়া বেতন রেখে কারখানা কতৃপক্ষ আমাদের না জানিয়ে শ্রম আইনের ১৩/১ ধারায় অনিদিস্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। আজ শনিবার সকালে কাজে এসে দেখি কারখানা বন্ধ। মালিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছেনা। আসমা খাতুন নামের এক শ্রমিক জানান, ৩ মাসের বেতন পাইনি আমরা। বাড়ি ভাড়া দিবো কিভাবে খাবো কি জানিনা। তার জন্যই আমরা মহাসড়ক বন্ধ করেছি সেনাবাহিনী আসলে সড়ক ছেড়ে দিবো। কারখানার কোয়ালিটি মো. নাজমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আমরা কাজ করছি কালকে শুক্রবার বন্ধ ছিলো। শুনেছি গতকাল রাতে কারখানা বন্ধ করে মালিক চলে গেছে। অনেক শ্রমিক ৪ মাস ধরেও বেতন পায়না। স্টাফদের বেতন দিয়ে দিয়েছে। আমাদের শ্রমিকদের বেতন বকেয়া কেন রেখেছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ফারুক বলেন, শ্রমিকেরা মহাসড়ক বন্ধ করেছিলো। আমরা ঘটনাস্থলে এসে তাদেরকে বুঝালে তারা সঢক ছেড়ে দেয়। এ ব্যাপারে এইচ আর ওয়ান ফ্যাশন লিমিটেড কারখানার মালিক মো. হাতেম এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল ধরেনি।