ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি -২০২৪ বাস্তবায়ন এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচার দাবিতে সোমবার বিকেলে অন্ত্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদানে অংশ নেন ক্যাবের সহ-সভাপতি অ্যাডভোকেট ময়েজ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, সদস্য খাইরুল ইসলাম, রিফাত হাসান দিপু।