কোথায় সেই পাঞ্জেরী জাতীর মুক্তির দ্বার,খুঁজিতেছে আজি মাজলুম জনতা জাতীর কর্ণধর এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে লালমনিরহাট আদিতমারীতে ছাত্র ও যুব সন্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বাংলাদেশ মুসাফির কাফেলা কার্যালয়ে বাংলাদেশ মুসাফির ছাত্র কাফেলার আহবায়ক মাসুম বিল্লাহ আল নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসাফির কাফেলার আমির মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান কারীমী।
আলোচনা সভা শেষে বাংলাদেশ মুসাফির যুব কাফেলা সভাপতি পদে মাসুম বিল্লাহ আল নাঈম, সহ-সভাপতি পদে নুর হোসেন,সহ-সভাপতি হাফেজ মাকসুদুর রহমান সোহাগ,সহ-সভাপতি নুর আলম মেজবা,সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম সিয়াম ও জয়েন সেক্রেটারী গোলাম রব্বানী রনি,জয়েন সেক্রেটারী হাফেজ নাহিদুল ইসলাম। এবং ছাত্র কাফেলার সভাপতি পদে হাফেজ ফাহাদ ফয়সাল মুনজের,সহ-সভাপতি হাফেজ মোহাম্মাদুল্লাহ আল মারুফ,সহ-সভাপতি জামিউল ইসলাম জীম,ও সাধারন সম্পাদক পদে ফুয়াদ ফয়সাল মুরাদ,জয়েন সেক্রেটারী জাকারিয়া ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে আইনুল হক,সহকারী সাংগঠনিক মমিনুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে ফজলুল করিমসহ উভয় সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট করে কমিটি আগামী দুই বছরের জন্য ঘোষনা করা হয়।
সভা শেষে আগামি ৫ থেকে ৮ ডিসেম্বর -২০২৪ রূহানীনগর বার্ষিক ইজতেমা সফলভাবে বাস্তবায়ন করতে সবাইকে আহবান করা হয়।