লালমনিরহাটের আদিতমারীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন,বিপনন ও বিক্রয় করার অপরাধে আজাদ মাহমুদ নামে এক কারখানা মালিকের এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর লালমনিরহাট এর যৌথ উদ্যোগে উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের ২ নং দুরাকুটি কলোনী বিশবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানাগেছে পলিথিন কোম্পানীর মালিক আজাদ মাহমুদ নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিপনন ও বিক্রয়ের উদ্দেশ্যে দীর্ঘদিন থেকে মজুদ করে আসছিলেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত সরকার কর্তূক ঘোষিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ সামগ্রী উৎপাদন (বাপাস) ১৯৯৫ (সংশোধধিত ২০১০) ৬ এর ক ধারা অপরাধ ও (বাপাস) আইনে ১৯৯৫ (সংশোধধিত ২০১০) ধারা ১৫ (১) এর ক্রমিক নং ৪ (ক) দন্ড মোতাবেক এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় পলিথিন তৈরি সরমাজাদিসহ এক টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করে জব্দ করেন। লালমনিরহাট পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউটরের সহকারী পরিচালক বিজন কুমার ও পরিদর্শক গোলাম আসিফ রহমান এসময় উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, ওই এলাকায় ক্রেতা ও বিক্রেতাগণকে পলিথিন ব্যবহার, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ থেকে বিরত থাকার জন্য নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।