শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বাংলাদেশ কো-অর্ডিনেশন বডির যৌথ মূল্যায়ন সভা


প্রকাশ :

গত ৯ নভেম্বর বাংলাদেশ কো-অর্ডিনেশন বডির যৌথ মূল্যায়ন সভা হিউম্যানিস্ট  কাওসার আহমেদের অফিস মিরপুর, ডিওএইচএস-এ অনুষ্ঠিত হয়।হিউম্যানিস্টার  নজরুল ইসলাম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়  হিউম্যানিস্ট রিয়াজ উদ্দিন, কাওসার আহমেদ, শেখ মোঃ আরীফ, শামসুল হক বসুনিয়া, মারুফ উল আলম, এফ,এফ শফিকুল ইসলাম কানু, সারমিন মারুফ, কাইয়ুম আহমেদ, সাব্রিনা খান তন্দ্রা, দিদারুল আলম মামুন ও কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন শেখ মোঃ আরীফ।

মূল্যায়ন সভার শুরুতে এক অনির্ধারিত আলোচনায় আগামী ৫ জানুয়ারী, ২০২৫ইং কোষ্টারিকায় অনুষ্ঠিতব্য থার্ড ওয়ার্ল্ড মার্চ ফর পিস এন্ড নন-ভায়োলেন্সের বিশ্ব সম্মিলনে যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। এরপর, সম্প্রতি ওয়ার্ল্ড বেজ টিমের সাথে ওয়ার্ল্ড মার্চের নেপাল সফরে অংশ নেয়া ৩ বাংলাদেশী- শফিকুল ইসলাম কানু, মারুফ উল আলম এবং সাব্রিনা খান তন্দ্রা তাদের অভিজ্ঞতার কথা সভাকে শেয়ার করেন।

মূল্যায়ন সভায় অংশ নেয়া প্রত্যেক সদস্য তাদের নিজস্ব মতামত ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং থার্ড ওয়ার্ল্ড মার্চ নিয়ে বাংলাদেশের সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগের মূল্যায়ন করেন।

সভার শেষ দিকে আগামী ৩০ নভেম্বর, ২০২৪ইং বাংলাদেশ থেকে প্রকাশিতব্য আন্তর্জাতিক ম্যাগাজিন ‌'হিউম্যান ভয়েস' এর বিষয়ে আলোচনা হয়। হিউম্যান ভয়েস-এর এডিটর-ইন-চিফ শেখ মোঃ আরীফ সভাকে জানান যে, নির্ধারিত সময়ে প্রকাশনাটি প্রকাশ করার ব্যাপারে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি চুড়ান্ত করা হয়েছে। এই প্রকাশনায় বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলংকার বিশিষ্টজনরা তাদের লেখা ও ছবি দিয়ে একে সমৃদ্ধ করবেন। আন্তর্জাতিক নিউজ এজেন্সী প্রেসেঞ্জা বাংলাদেশের এই সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। 

হিউম্যান ভয়েস প্রকাশ উপলক্ষ্যে বাংলাদেশের  রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মোহাম্মদ ইউনূস বাণী প্রদান করবেন। থার্ড ওয়ার্ল্ড মার্চ ফর পিস এন্ড নন-ভায়োলেন্সের ওয়ার্ল্ড কো-অর্ডিনেটর রাফায়েল ডি রুবিয়া এবং হিউম্যানিষ্ট মুভমেন্টের একমাত্র মুখপত্র ও আন্তর্জাতিক নিউজ এজেন্সী প্রেসেঞ্জার কো-ডাইরেক্টর পিয়া ফিগুয়েরোও বাণী প্রদান করবেন। প্রকাশনাটি দক্ষিণ এশিয়া রিজিওনের একটি ঐতিহাসিক দলিল হিসেবে তৈরী করার সবরকমের প্রচেষ্টা চলমান রয়েছে বলে সভাকে জানানো হয়।