রংপুরে স্বল্পমেয়াদি বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল আগাম আমন ধান পাকতে শুরু করেছে।ধান কাটাও মাড়াই শুরু হয়েছে। আগাম ধান পেয়ে বেজায় খুশি কৃষকরা। আগাম ধান কাটা শুরু হওয়ায় কার্তিক মাসে শ্রমহীন থাকতে হচ্ছে না কৃষি শ্রমিকদের।
রংপুরের কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৬৬ হাজার ৯৪০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। আগাম ধান কাটা শেষে আগাম জাতের আলু-ভুট্রা,বাদাম সহ রবি শষ্যের জন্য জমি প্রস্তত করবেন চাষিরা। এজন্য আগাাম ধান রোপন করেছিলেন কৃষকরা।এপর্যন্ত ১০০ হেক্টর জমির আগাম ধান কাটা হয়েছে।এ স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল জাতের আগাম আমন ধান রোপণের ৮০ থেকে ৯০ দিনের মধ্যে এই ধান পাকে।বিভিন্ন রকমের রবিশস্য চাষ করে থাকেন চাষিরা।এজন্য জেলার কাউনিয়া,পীরগাছা, গংগাচড়ার তিস্তা নদীর চর সহ মিঠাপুকুর, সদর উপজেলায় আাগাম ধানের চাষ বেশি ।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দিগন্ত জোড়া পাকা ধান ক্ষেত শরৎএর বাতাশে দোল খাচ্ছে।অনেক এলাকায় সবুজের মাঝে পাকা ধান ক্ষেত।আগাম ধান কাটা নিয়ে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন।সে ধান কেটে ট্রাক্টর চালিত ট্রলিতে বোঝাই করে নেয়া হচ্ছে উচু স্থানে যেখানে মাড়াইয়ের কাজ করা হবে। আবার অনেক স্থানে যন্ত্রের সাহায্যে ধান কাটা হচ্ছে। অনেকে জমিতেই পলিথিন বিছিয়ে তার ওপর মেশিন দিয়ে ধান মাড়াই করার কাজ সেরে নিচ্ছেন।
জেলার কাউনিয়া উপজেলার হরিচরনশর্মা এলাকার কৃষক মানিক সরকার বলেন, আমি দীর্ঘদিন থেকে ধান, আলু, বাদম,ভুট্রার আগাম চাষ করে থাকি।এবারেও আগাম ধান চাষ করেছি। আগে আগাম ধানে তেমন লাভ হতো না। এখন স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল জাতের ধান হওয়ায় লাভ হয়।
গনাই এলাকার আজম মিয়া বলেন, আগাম ধান কাটতে শুরু করেছি। আগামী সপ্তাহের মধ্যে আলুর জন্য জমি প্রস্তুত শুরু করা হবে। এই জমিতে আগাম আলু চাষ করা হবে।
রংপুরের রবিশষ্যের জন্য বিখ্যাত মিঠাপুকুর এলাকার কাসেম মিয়া বলেন, এলাকার অনেকেই অন্যান্য ধান রোপণ করলেও আমি উচ্চ ফলনশীল জাতের আগাম ধান চাষ করেছি।ধানা পাকতে শুরু করেছে।এবারে খরার কারণে অনেক ধানে চিটা হয়েছে।
কৃষি শ্রমিক রিপন আলী বলেন, এই সময়টাতে এলাকায় কাজের চাহিদা কম। আগাম ধান চাষ হওয়ায় এখন ধান কাটামারি চলছে। আমরা কাজ পাচ্ছি।যা আয় হচ্ছে তা দিয়ে সংসার চলছে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান, ইতোমধ্যে ১০০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে। মূলত আলু ও অন্যান্য রবিশষ্যের জন্য কৃষকরা এখন আগাম ধান চাষ করে থাকে।নিয়মিত যে আমন ধান, সেই ধানেও অনেক এলাকায় পাকতে শুরু করেছে। এই মাসের শেষ দিকে কাটা শুরু হবে।